বাকলিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

| মঙ্গলবার , ১৪ অক্টোবর, ২০২৫ at ৫:২৯ পূর্বাহ্ণ

শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতির জন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাকলিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা গতকাল সোমবার বিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কর্ণফূলী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত বাড়ৈ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবু তাহেরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক প্রতিনিধি মো. শাহজাহান, সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বরুণ কুমার চক্রবর্ত্তী, মেঘনাদ চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় ফাঁকি দেয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব ও ইন্টারনেট। শিক্ষার্থীরা এসব দিকে অতিমাত্রায় আকৃষ্ট হয়ে পড়ার কারণে লেখাপড়ায় অমনোযোগী হয়ে পড়ছে কিনা এবং এর কুফল সম্পর্কে অভিভাবকদের ধারণা দেয়া হয়। শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব প্রদানে অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বিদ্যালয়ের পাশাপাশি বাড়িতে লেখাপড়া করছে কিনা সেদিকেও অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে এমপিওভুক্ত ২ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কর্মবিরতি
পরবর্তী নিবন্ধডাকসু-জাকসুর নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না