বাকলিয়ায় সিডিএর উচ্ছেদ অভিযান, ৫ ভবন মালিককে ২২ লাখ টাকা জরিমানা

| সোমবার , ২২ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:২৪ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বাকলিয়াস্থ মিয়াখান নগর এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের (সিডিএ) অথরাইজড -১ বিভাগের উদ্যোগে পরিচালিত উচ্ছেদ অভিযানে ৫টি ভবন মালিককে ২২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

সিডিএ সূত্র জানিয়েছে, সোমবার সকাল ১১টা থেকে চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এই সময় নকশা অনুমোদনের সময় ছেড়ে দেয়া জায়গা খালি না রেখে ভবন নির্মাণ করায় ৫ জন ভবন মালিককে ২২ লক্ষ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ও জরিমানা হিসেবে আদায় করা হয়। তাদেরকে আগামী ৩০ দিনের মধ্যে তাদের ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে ফেলার নির্দেশ দেয়া হয়।

উচ্ছেদ অভিযানে অথরাইজড অফিসার-১ কাজী কাদের নেওয়াজ টিপু, সহকারী অথরাইজড অফিসার ইলিয়াস আকতার, মোহাম্মদ ফারুক, পেশকার ফয়েজ আহমেদ, ইমারত পরিদর্শক আব্দুর রশীদ, মোহাম্মদ দেলোয়ার হোসেন, নওশার গনি, কামরুল হক চৌধুরী, লিটন চন্দ্র দাস, মিথু চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও সিডিএ সূত্র জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে তিন ছাত্রদল নেতাকে বহিষ্কার
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু