নগরীর বাকলিয়া থানাধীন ১৮নং পূর্ব বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে ৪ জন পেশাদার মাদক কারবারিকে আটক ও তাদের কাছ থেকে ৪০ কেজি গাঁজা জব্দ ও মাদক বিক্রির টাকা উদ্ধার করেছে সিপিসি–৩, র্যাব–৭, চট্টগ্রাম। র্যাব সিপিসি–৩ চান্দগাঁও ক্যাম্প সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকালে র্যাব–৭, সিপিসি –৩ চান্দগাঁও ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডস্থ জাহাঙ্গীরের টিনশেডের ভাড়া বাসায় মাদকদ্রব্য কেনাবেচার জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাবের সদস্যরা বিকাল সাড়ে ৩টায় জাহাঙ্গীরের টিনশেডের ভাড়ায় অভিযান চালায়। এ সময় বাসায় তল্লাশি চালিয়ে ৪ মাদক ব্যবসায়ী ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করা হয়। তারা হলেন– আব্দুল করিম (৩৯), সনোয়ারা বেগম (৪২), হালিমা (৬০) এবং রিজিয়া (৪৫)। এসময় জিজ্ঞাসাবাদের তারা স্বীকার করে উক্ত রুমে তাদের হেফাজতে অবৈধ মাদক গাঁজা আছে। তখন ঘটনাস্থলে উপস্থিত সাক্ষী ও র্যাব সদস্যদের সামনে আসামিদের স্বীকারোক্তি, দেখানো ও নিজ নিজ হাতে বিছানার নিচ থেকে ৩টি প্লাস্টিকের বস্তা থেকে সর্বমোট ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়।