নগরীর বাকলিয়ার তক্তার পুল এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিন (৩৭) আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকার মিছির বাপের বাড়ির বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে। নগরের বাকলিয়ার সৈয়দের বাপের বাড়ির সামনে হাশেম ম্যানশনে ভাড়া থাকতেন। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মহিউদ্দিন ২০১৩ সালের ১৬ আগস্ট বাকলিয়া থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার (এফআইআর নম্বর ৬৮) আসামি ছিলেন। তার বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির ৩০২ ধারায় (হত্যা) মামলা চলমান ছিল।