বাকলিয়ায় গ্যারেজ মালিককে ছুরিকাঘাতে হত্যা

৮ ঘণ্টার মধ্যে জড়িত দুজন গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৯ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:০৮ পূর্বাহ্ণ

নগরের বাকলিয়া এলাকায় ছুরিকাঘাতে এক রিকশাভ্যান গ্যারেজ মালিক খুন হয়েছে। নিহত ব্যক্তির নাম শাহজাহান মিয়া প্রকাশ সাজন মিয়া (৩৫)। গত রোববার সন্ধ্যায় বাকলিয়া শান্তি নগর বগারবিল এলাকায় এ ঘটনা ঘটে। খুনের ঘটনায় জড়িত বায়েজিদ ও আবু কালাম নামে দু’জনকে গত রোববার দিবাগত রাত ২টায় ৮ ঘণ্টার মধ্যে চান্দগাঁও থানাধীন মোহরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ। পুলিশ জানায়, শাহজাহানের গ্যারেজের পাশেই তার শ্যালক বাদশা দইবিক্রি করেন। ঘটনার দিন সন্ধ্যায় স্থানীয় তাহের আলী নামে এক ব্যক্তি দই কিনতে যান। দাম নিয়ে কথাকাটাকাটিতে বাদশার সাথে হাতাহাতির ঘটনা ঘটে।

এসময় শাহজাহান ও তার শ্যালিকার স্বামী সাইফুল গিয়ে বিষয়টি মিটমাট করে দেন। এর কিছু সময় পর তাহের আলী লোকজন নিয়ে এসে শাহজাহানের গ্যারেজে হামলা চালায়। তারা সাইফুল ও বাদশাকে মারধর করে এবং এক পর্যায়ে শাহজাহানকে ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় শাহজাহান মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শাহজাহান কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাদসালা গ্রামের বাসিন্দা। তিনি স্ত্রী ও সন্তান নিয়ে বাকলিয়ার বলাকা আবাসিকে ভাড়া বাসায় থাকতেন এবং গ্যারেজ চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন। তিনি বলেন, হত্যাকাণ্ডে অভিযুক্ত দুইজনকে দিবাগত রাতে মোহরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। শাহজাহানের শ্যালকের সঙ্গে এক ব্যক্তির হাতাহাতিকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বায়েজিদ স্বীকার করেসে নিজেই ভিকটিমকে ছুরিকাঘাত করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধসৈকতে গিয়েছিল পরিবারের সাথে, কিশোর ফিরল লাশ হয়ে
পরবর্তী নিবন্ধনগরে গণপরিবহন ও সিএনজির ভাড়া নিয়ে নৈরাজ্য