বাকলিয়া প্রিমিয়ার স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মাওলানা ওয়াহেদ মুরাদ বলেছেন, মানব জীবনের একটি আবশ্যকীয় অনুষঙ্গ শিক্ষা। জীবন এবং শিক্ষাকে পৃথক ভাবার উপায় নেই। যা একে অপরের পরিপূরক। বাকলিয়া প্রিমিয়ার স্কুল এন্ড কলেজের এক যুগ পূর্তি উপলক্ষে গত ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার মুহাম্মদ শহিদুল আলম, অ্যাডভোকেট মুহাম্মদ জানে আলম, মুহাম্মদ আবুল কাসেম, মুহাম্মদ তৈয়ব, মুহাম্মদ নুরুল আফসার, মুহাম্মদ আলতাফ হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।