বাকলিয়া এক্সেস রোডে হিমাগারে আগুন

আজাদী প্রতিবেদন | শনিবার , ২ মার্চ, ২০২৪ at ৬:৩৮ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়া থানাধীন এক্সেস রোডের মুখে নির্মাণাধীন একটি হিমাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আগ্রাবাদ ও চন্দনপুরা ফায়ার স্টেশনের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিকেল ৪ টা ৫০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এস আলম কোম্পানির নির্মাণাধীন তাজা মাল্টিপারপাস কোল্ডস্টোরেজ লিমিটেড নামের হিমাগারটির ভেতরে বিভিন্ন যন্ত্রপাতি ও নির্মাণ সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এম ডি আবদুল মালেক বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে ৮টি ইউনিট কাজ করেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও এক কোটি টাকার ক্ষতি হয়েছে। এছাড়া উদ্ধার করা হয়েছে ৫ কোটি টাকার পণ্য।

পূর্ববর্তী নিবন্ধরেস্তোরাঁয় স্বামীর অপেক্ষায় থাকা নাজিয়া ২ ছেলেসহ মারা গেলেন
পরবর্তী নিবন্ধবিপিএলের নতুন চ্যাম্পিয়ন বরিশাল