বাকলিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

| শুক্রবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৪৮ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁওয়ে অবস্থিত বাকলিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান২০২৫ উদযাপিত হয়েছে। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও জেলা পরিষদ চট্টগ্রামের নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সামশুল আলম, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত বাড়ৈ, মোহাম্মদ আবুল আজিজ, মোহাম্মদ শাহজাহান, নুরুল হোসাইন, মো. নাসির উদ্দীন, কে. এম. মনজুর আলম, মোহাম্মদ ইসমাইল বাবুল, মো. ইব্রাহীম বাচ্চু, মো. নাজের, মো. ফোরকানুল ইসলাম, মো. সালাহ উদ্দীন, আবদুল মতিন কোম্পানী, মো. হাসানুল করিম।

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকের হোসেন এবং অনুষ্ঠান সঞ্চালন করেন সিনিয়র শিক্ষক বরুন কুমার চক্রবর্তী। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়ে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার পরামর্শ দেন। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁও আবাসিক ‘এ’ ব্লক কল্যাণ সমিতির সভাপতি ডা. শফিউল ও সম্পাদক আলাউদ্দিন
পরবর্তী নিবন্ধজামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা মাদ্‌রাসার বহুতল ভবনের নির্মাণকাজ উদ্বোধন