বাকলিয়া আহমদিয়া করিমিয়া সুন্নিয়া ফাজিল মাদরাসায় কিতাব প্রদান

| সোমবার , ১৪ জুলাই, ২০২৫ at ৮:৪০ পূর্বাহ্ণ

সমাজসেবী ও ব্যবসায়ী মরহুম মুহাম্মদ আবুল হোসেন সওদাগরের পরিবারের পক্ষ হতে পূর্ব বাকলিয়া আহমদিয়া করিমিয়া সুন্নিয়া ফাজিল মাদরাসার লাইব্রেরিতে মূল্যবান কিতাবাদি প্রদান করা হয়েছে। মরহুমের বড় ছেলে মাহমুদুল হাসান খোকন ও মাওলানা মুহাম্মদ রেজাউল হোসেন জসিম এসব কিতাব হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ অছিয়র রহমান আলকাদেরী, আহমদিয়া করিমিয়া সুন্নিয়া মাদরাসার অধ্যক্ষ আল্লামা আমির আহমদ আনোয়ারী, উপাধ্যক্ষ আল্লামা হেলাল উদ্দিন, মাদরাসার অন্যান্য শিক্ষক মন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা কফিল উদ্দীন কাদেরী, মুহাম্মদ জাবেরুল হক হোসাইনি, মুহাম্মদ ইফতেখার উদ্দিন খান, মুহাম্মদ মিজানুর রহমান, মাওলানা ইদ্রিস কাদেরী, মুহাম্মদ আরাফাত হোসেন প্রমুখ। মাদরাসার প্রতিষ্ঠাতা সোনামিয়া সওদাগরের মাজার জেয়ারত করে অনুষ্ঠানে সংক্ষিপ্তভাবে মরহুম আবুল হোসেন সওদাগরের জীবনীর ওপর আলোচনা, ফাতেহা মিলাদ ও দোয়া মুনাজাত করেন অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ অছিয়র রহমান আলকাদেরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধব্যবসায়ীকে সৎ ন্যায়পরায়ণ আমানতদারি হতে হবে
পরবর্তী নিবন্ধদুর্যোগ মোকাবেলায় আলোর দিশা ফাউন্ডেশনের প্রস্তুতি সভা