বাকলিয়ায় ঝোপে মিলল ৩টি অস্ত্র ও কার্তুজ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২০ মে, ২০২৫ at ৯:৩০ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়া থানাধীন এলাকা থেকে ৩টি আগ্নেয়াস্ত্র ও ৪টি শর্টগানের কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব৭। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় এক্সেস রোডের দেলোয়ার জাহান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে ঝোপের ভেতর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এক্সেস রোড এলাকায় ঝোপের মধ্যে শপিং ব্যাগে পরিত্যাক্ত অবস্থায় ৩টি আগ্নেয়াস্ত্র ও ৪টি শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটির অর্থনীতি বিভাগে আন্তর্জাতিক শ্রম দিবস পালন
পরবর্তী নিবন্ধগিটারে সুরের প্রশান্তি