বাকলিয়ায় ঝুপড়ির ভিতর মিলল সচল পিস্তল ও গুলি

জে. জাহেদ, নিজস্ব প্রতিবেদক | বুধবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৪ at ৪:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন সুইচ গেইট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি নাইন এমএম পিস্তল, ২ টি ম্যাগাজিন, ১৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটের সময় বাকলিয়ার মেরিন ড্রাইভ রোডের নবাব খাঁ কলোনি সংলগ্ন সুইচ গেটের পূর্ব পাশের ঝুপড়ির ভিতর থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন।

পুলিশ জানায়, ২৪ সেপ্টেম্বর রাত ১টার দিকে তাঁরা খবর পান, বাকলিয়া থানাধীন মেরিন ড্রাইভ রোডস্থ ফিসারীঘাটের আগে সুইচ গেট এলাকায় একটি আগ্নেয়াস্ত্র আছে।

এমন সংবাদের সত্যতা যাচাইয়ে তাৎক্ষণিক বাকলিয়া থানার ওসির নেতৃত্ব এসআই সোহেল রানা, এসআই এম জালাল উদ্দিন, এসআই ইকবাল হোসেন ভূইয়া ও সঙ্গীয় ফোর্স বাকলিয়ার মেরিন ড্রাইভ রোডস্থ ফিসারীঘাটের আগে সুইচ গেট এলাকায় তল্লাশি চালান।

তল্লাশি অভিযানের একপর্যায়ে রাত ২টার দিকে বাকলিয়া থানাধীন মেরিন ড্রাইভ রোডস্থ নবাব খাঁ কলোনি সংলগ্ন সুইচ গেটের পূর্ব পাশের ঝুপড়ি থেকে একটি সাদা প্লাস্টিকের ব্যাগের ভিতর মোড়ানো ১টি নাইন এমএম পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে জব্দ তালিকা করেন।

পিস্তলের গায়ে এক পাশে ইংরেজিতে “TAURUS” BP-2017 লেখা আছে। অপর পাশে “TKT16988” খোঁদাই করে লেখা আছে বলে পুলিশ জানান।

এ প্রসঙ্গে বাকলিয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, ‘উদ্ধার হওয়া পিস্তলটির বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পরবর্তীতে অস্ত্রটি কেন্দ্রীয় অস্ত্রাগারে পাঠানো হবে। সেখান থেকে অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা করা হবে।’

ওই অস্ত্রটি সচল কিনা এবং গুলি ছোড়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অস্ত্রটি সচল রয়েছে। সেটি দিয়ে গুলি করা হয়েছে কি না, তা পরীক্ষার পর বলা যাবে।’

পূর্ববর্তী নিবন্ধসেইলরের নতুন পূজা কালেকশনে সেজে উঠুন আপনিও
পরবর্তী নিবন্ধসুপারিতে ক্ষতিকর কেমিক্যাল, চট্টগ্রামে অভিযানে ধরা