নগরীর বাকলিয়া এক্সেস রোডের চন্দনপুরা অংশে প্রাইভেট কারে গুলি করে জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার মো. হাসানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইব্রাহীম খলিল এ আদেশ দেন। এর আগে পুলিশের পক্ষ থেকে মো. হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও বাকলিয়া থানার এসআই মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেন।
মো. হাসান নগরীর বায়েজিদের পশ্চিম শহীদ নগর এলাকার বাসিন্দা। গত ২ মে নোয়াখালী জেলার হাতিয়া নলের চর ভূমিহীন বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ঘটনায় দায়ের হওয়া মামলার ৩ নম্বর আসামি মো. হাসান। গত ২৯ মার্চ গভীর রাতে বাকলিয়া এক্সেস রোডের চন্দনপুরা অংশে প্রাইভেট কারে উপর্যুপরি গুলির ঘটনা ঘটে। এতে দুজন নিহত হয়। এ ঘটনায় গত ১ এপ্রিল বাকলিয়া থানায় নিহতদের একজন মোহাম্মদ মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী সন্ত্রাসী মো. সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন ও মো. হাসানসহ ৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।