১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর আলহাজ্ব এ.কে.এম. জাফরুল ইসলাম (প্রকাশ মাষ্টার জাফর) –এর স্মরণ সভা ও দোয়া মাহফিল মাস্টার জাফর স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে গত ১৭ এপ্রিল আফগান মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপি’র সদস্য গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ্, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক ইসমাইল বাবুল, ১৭নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মোঃ সেকান্দর ও মাস্টার জাফর স্মৃতি ফাউন্ডেশনের কার্যকারী সভাপতি আবদুর রহমান (বাবু)। সভাপতিত্ব করেন মরহুমের ছেলে সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম (ডিউক)। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও মাষ্টার জাফর স্মৃতি সংসদের সদস্যবৃন্দ। উক্ত দোয়া মাহফিলের আলোচক ছিলেন আফগান মসজিদের পেশ ইমাম মাওলানা হাফেজ মোস্তা হাসান। প্রেস বিজ্ঞপ্তি।