নগরীর বাকলিয়ার রাজাখালী এলাকায় একটি পলিথিন কারখানায় অভিযান চালিয়ে ২ হাজার ১১০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত গতকাল অভিযান চালিয়ে পলিথিনগুলো জব্দ এবং কারখানার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেন। জব্দ করা পলিথিনের বাজার মূল্য প্রায় চার লাখ টাকা। জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা এ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গত ১ অক্টোবর থেকে সুপারশপে পলিথিন নিষিদ্ধ করা হয়। এরআগে মঙ্গলবার সুপারশপ বাস্কেটে অভিযান চালিয়ে ৩৫ কেজি পলিথিন জব্দ করে জেলা প্রশাসন।