বাউবি শিক্ষার্থী কল্যাণ সংগঠন ‘ডাক দিয়ে যাই’ এর ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্প্রতি চট্টগ্রাম পশ্চিম অঞ্চলের উদ্যোগে বাউবি আঞ্চলিক কেন্দ্রে উদযাপন করা হয়। সংগঠনের চট্টগ্রাম পশ্চিম অঞ্চলের সাধারণ সম্পাদক ও মহসিন কলেজের ভিপি পারভেজ খানের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও পশ্চিম অঞ্চলের সভাপতি আমানত উল্লাহ মাসুম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন সিটি কলেজের আহ্বায়ক সাকিল, যুগ্ম সচিব রাসেদ, নাসির, মহসিন কলেজের সাংগঠনিক সম্পাদক বোরহান, এজিএস রুবেল, ওয়াহিদ, খালেদ, সরকারি মহিলা কলেজের জিএস রাসেল, এজিএস সম্রাট, গালিব, কাজল, সামিয়া, চট্টগ্রাম কলেজের এজিএস ইয়াছিন, নিপা, জামাল, হাজেরা তজু ডিগ্রি কলেজের আহ্বায়ক সাদিয়া চৌধুরী, বিজয় স্বরনী কলেজের ভিপি মেরাজ, জিএস জাহাঙ্গীর আলম, এনায়েত বাজার মহিলা কলেজের প্রোভিপি ইসরাত, মাসুদ, হাটহাজারী কলেজের ভারপ্রাপ্ত জিএস ফয়সাল, ব্যারিস্টার সুলতান আহমদ ডিগ্রি কলেজের সচিব শাহাদাত, ফৌজদার হাট কে এম স্কুলের ভিপি হানিফ, প্রোভিপি ইমরান, জিএস কাঞ্চন, রেলওয়ে পাবলিক স্কুলের সচিব খলিল, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রতিনিধি জাবেদ, টিটু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাসির, খলিল, ফয়সাল, কাঞ্চন, রবেল, রাসেদ, মায়া, হামিদা, শারমিন, সামিয়া, নিপা, সম্রাট, গালিব, রুপা, খালেদ, ইসরাত, কাজল, ইয়াছিন, মাসুদ, জাবেদ, হান্নান, জিয়াউর, সেনরি বড়ুয়া, মিংচুং মারমা, উর্মি, হিরামনি, সিহাব, হাসান, ফাতেমা, প্রিয়া, তানজিলা, মেহেরুস, বেলায়েত, আলফি, রিফাত, অন্তু, হুজাইফা ও রবিন। অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘ডাক দিয়ে যাই’ বাউবি শিক্ষার্থীদের সংগঠন। গত ২৭ বছর ধরে এটি সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে নানামুখী কাজ করে যাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।