বাউবি এইচএসসি পরীক্ষা–২৪ এর ফলাফল আগামী ৭ দিনের মধ্যে প্রকাশের দাবিতে মানববন্ধন করেছে অরাজনৈতিক সংগঠন ‘ডাক দিয়ে যাই’।
গতকাল শুক্রবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত কর্মসূচিতে বিভিন্ন স্টাডি সেন্টারের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
এতে নেতৃবৃন্দ আগামী ৭ দিনের মধ্যে এইচএসসি ফলাফলের সিদ্ধান্ত গ্রহণ, বিভিন্ন প্রোগ্রামের ভর্তি ফি শিক্ষার্থীদের নাগালের মধ্যে রাখা, বিএ/বিএসএস প্রোগ্রামের সেশনজট কমানো ও দ্রুত পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করাসহ ৮ দফা দাবি জানায়।
বক্তারা বলেন, বর্তমান বাউবির ভাইস চ্যান্সেলর একজন শিক্ষার্থীবান্ধব ও সংগঠনবান্ধব ব্যক্তি। আশা করি শিক্ষার্থীদের সকল দাবি তিনি দ্রুত মেনে নিবেন।
সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, যদি দাবি মেনে নেওয়া না হয় তাহলে বাউবি আঞ্চলিক কেন্দ্রে ও গাজীপুর বাউবি অফিসে কঠোর আন্দোলনের কর্মসূচির ডাক দেওয়া হবে।
বাউবি আঞ্চলিক কেন্দ্রের পরিচালক শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন যে বাউবি কর্তৃপক্ষের কাছে চিঠি প্রদান করে শিক্ষার্থীদের দাবি–দাওয়া পৌঁছে দেয়া হবে। প্রেস বিজ্ঞপ্তি।