বাইডেন দেশের শত্রু, বললেন ট্রাম্প

| সোমবার , ৫ সেপ্টেম্বর, ২০২২ at ৬:৩৫ পূর্বাহ্ণ

ফ্লোরিডার বাড়িতে এফবিআইয়ের তল্লাশির পর প্রথম সমাবেশেই ডনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘রাষ্ট্রের শত্রু’ হিসেবে অ্যাখ্যা দিয়েছেন। পেনসিলভানিয়ার উইকস-বেরি হাজার হাজার সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় তিনি বলেছেন, বাইডেন তার বিরুদ্ধে এফবিআইকে লেলিয়ে দিয়েছেন। ওই তল্লাশি ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো প্রশাসন কর্তৃক ক্ষমতার অন্যতম জঘন্য অপব্যবহার, বলেন ট্রাম্প। সেনেট নির্বাচন ও গভর্নর পদে দুই রিপাবলিকানের পক্ষে ভোট চাইতে তিনি ওই সমাবেশে যান বলে জানিয়েছে বিবিসি। খবর বিডিনিউজের।
রিপাবলিকান ড. মেহমেত ওজ লড়বেন সেনেট আসনের জন্য আর রাজ্যের সেনেটর ডগ মাস্ত্রিয়ানো পেনসিলভানিয়ার পরবর্তী গভনর্র হওয়ার দৌড়ে আছে। সমাবেশে এ দুজনই অল্প কথা বলেছেন, কারণ- সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন একজনই, সাবেক প্রেসিডেন্ট। ৭৬ বছর বয়সী ট্রাম্প তার দুই ঘণ্টার বক্তৃতার প্রথম অংশের পুরোটাই ব্যয় করেছেন গত মাসের শুরুর দিকে ফ্লোরিডার মার-অ-লগোতে এফবিআইয়ের তল্লাশির সমালোচনা করে। ওই তল্লাশিতে এফবিআই কর্মকর্তারা তার বাড়ি থেকে গোপনীয় লেখা কয়েক ডজন খালি ফোল্ডার আর বাড়িতে তার ব্যক্তিগত কার্যালয় থেকে টপ সিক্রেট ফাইল উদ্ধার করেছেন। ট্রাম্প দায়িত্ব ছাড়ার পর হোয়াইট হাউস থেকে অবৈধভাবে গোপনীয় নথি সরিয়েছিলেন কিনা, তা খতিয়ে দেখার অংশ হিসেবে ওই তল্লাশি হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। কোনো ধরনের অন্যায় করার কথা অস্বীকার করেছেন ট্রাম্প। এফবিআই তল্লাশি ছাড়াও ট্রাম্প পেনসিলভানিয়ার সমাবেশে ২০২০ সালের নির্বাচন নিয়ে তার পুরনো অভিযোগ নতুন করে উত্থাপন করেছেন। তিনি বলেছেন, নির্বাচন চুরি হয়েছিল। ডেমোক্র্যাটদের ওপর আক্রমণাত্মক কথাবার্তা বলে তাদের হাত থেকে দেশ বাঁচানোর অঙ্গীকারও করেছেন সাবেক এই প্রেসিডেন্ট। পেনসিলভানিয়ায় সেনেট ও গভর্নর নির্বাচনে ট্রাম্প সমর্থিত প্রার্থীরা জিতলে রিপাবলিকান পার্টিতে সাবেক প্রেসিডেন্টের অবস্থান আরও শক্তিশালী হবে, আর যদি মেহমেত ওজ ও ডগ মাস্ত্রিয়ানো হেরে যান, তাহলে তা দলে ট্রাম্পের বিরোধীদের সুবিধা করে দেবে। এই নির্বাচনগুলোর দিকে ডেমোক্র্যাটরাও তাকিয়ে আছে। পেনসিলভানিয়ায় হার ২০২৪ এর নির্বাচনে জিতে ক্ষমতায় আরও ৪ বছর থাকার স্বপ্নকে বড় ধরনের প্রশ্নের দিকেই ঠেলে দেবে।

পূর্ববর্তী নিবন্ধব্রিটিশরা যখন পয়সার হিসাব কষছে, ইউক্রেন গুনছে মৃতদেহ
পরবর্তী নিবন্ধচেক প্রজাতন্ত্রে সরকার, ইইউ ও ন্যাটো বিরোধী বিশাল বিক্ষোভ