বাইক থেকে ছিটকে পড়ে গাড়ির চাকায় পিষ্ট, দুই যুবক নিহত

লোহাগাড়া ও মানিকছড়ি

আজাদী ডেস্ক | রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ at ৬:০৮ পূর্বাহ্ণ

লোহাগাড়া ও খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় পৃথক বাইক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে অপর গাড়ির চাকায় পিষ্ট হয়ে তাদের মৃত্যু হয়।

লোহাগাড়া : লোহাগাড়া প্রতিনিধি জানান, গতকাল শনিবার সকাল ৮টার দিকে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ার পর অজ্ঞাত গাড়ির চাপায় অন্তর সরকার (৩০) নামে এক বাইক আরোহী পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত অন্তর সরকার ঢাকার শান্তিনগর এলাকার অপু সরকারের পুত্র। এই ঘটনায় আরেক আরোহী আহত হয়েছেন। তবে তার পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনাস্থলে মহাসড়ক লবণ পানিতে পিচ্ছিল হওয়ায় চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেলের দুই আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েন। এ সময় তাদের পেছনে একইমুখী কয়েকটি গাড়ি ছিল। এরমধ্যে যে কোন একটি গাড়ি অন্তর সরকারকে চাপা দেয়। এতে তার মুখমন্ডল বিকৃত হয়ে যায়। স্থানীয়রা আহত অপর বাইক আরোহীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন। দোহাজারী হাইওয়ে থানার এসআই রাকিব বিন ইসলাম জানান, কক্সবাজার থেকে নিজেদের গন্তব্যে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন। পরে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মানিকছড়ি : ফটিকছড়ি প্রতিনিধি জানান, গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খাগড়াছড়িচট্টগ্রাম সড়কের মানিকছড়ি বড়ডলু এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. আরিফ হোসেন (১৯) নামে এক আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক মো. শাহিন (১৮) আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। নিহত আরিফ ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউপির আজিমপুর ইয়াছিন নগর গ্রামের বাসিন্দা এবং আহত শাহিন একই উপজেলার বিবিরহাটের বাসিন্দা শাহ আলম চৌধুরীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় মানিকছড়ি থেকে ফটিকছড়িগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে দুই আরোহী ছিটকে পড়েন। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী আরিফ হোসেন ঘটনাস্থলে নিহত হয় এবং চালক মো. শাহিন আহত হয়। ঘটনার পরপর ঘাতক ট্রাকসহ চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

মানিকছড়ি থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই পুলিশ লাশ উদ্ধার করে। যথাযথ আইনী প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী নিবন্ধ১৬ দিন আগে অপহৃত কিশোরীকে ঢাকা থেকে উদ্ধার
পরবর্তী নিবন্ধসামিটের উৎসে কর ‘ফাঁকি’ ১ হাজার ১১২ কোটি টাকা