বাইক আরোহী বাবা-মেয়ের মৃত্যু

সীতাকুণ্ডে ট্রাক চাপা মোটরসাইকেলে ছিলেন ৪ জন, দুই কিশোরী আহত

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ১ সেপ্টেম্বর, ২০২৪ at ৯:৫৮ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় বাবা ও মেয়ে নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের পাক্কা রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কাউসার আলম (৪৪) ও তার মেয়ে তাসনীম ()। নিহত কাউসার উপজেলার উত্তর সলিমপুর গ্রামের মৃত মফিজুল আলমের ছেলে। তিনি স্থানীয়ভাবে ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন। এ ঘটনায় আরো দুই আরোহী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত রয়েছে। তাদের অবস্থা আশংকাজনক।

স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭টার দিকে দুই কন্যা ও শালীর মেয়েসহ শ্বশুর বাড়ি থেকে মোটরসাইকেলযোগে নিজের বাড়িতে যাচ্ছিলেন কাউসার আলম। পথে পাকা রাস্তার মাথা নামক স্থানে পিছন থেকে একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। এ সময় মুমূর্ষু অবস্থায় আহত দুই মেয়ে ও শালীর মেয়েকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ছোট মেয়ে তাজনীম মারা যায়। বর্তমানে বড় মেয়ে তাওরিত (১২) এবং সালেহা (১৫) চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তাওরিতের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক। জানা যায়, কাউসার আলম স্ত্রী ও দুই মেয়ে, ১ ছেলেকে নিয়ে গত বৃহস্পতিবার শ্বশুর বাড়ি সলিমপুর ফকিরহাট এলাকায় বেড়াতে যান। গতকাল দুপুরে তার স্ত্রী ছেলেকে নিয়ে কাউসারের বাড়িতে আসেন। সন্ধ্যার পর কাউসার অপর দুই মেয়ে ও শালীর মেয়েকে নিয়ে নিজ বাড়িতে মোটর সাইকেল যোগে আসার পথে এঘটনা ঘটে।

বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক দীপক কুমার শীল বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। মোটরসাইকেলটিকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে এক ব্যক্তি নিহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার শিশুকন্যাটি মারা যায়। দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি চালকসহ আটক আছে।

পূর্ববর্তী নিবন্ধ২৭ দিন ধরে আইসিইউতে হাসান ছাত্র আন্দোলন
পরবর্তী নিবন্ধরামুতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা