বাংলা ভাষার স্বাতন্ত্র্য ও গভীরতা আন্তর্জাতিক ভাষাভাষী পাঠকদের কাছে পৌঁছাতে হবে

অধ্যক্ষ তরুণ কান্তি বড়ুয়ার তিনটি গ্রন্থের প্রকাশনা উৎসবে বক্তারা

| মঙ্গলবার , ১৪ অক্টোবর, ২০২৫ at ৫:১৫ পূর্বাহ্ণ

কবি ও অনুবাদক অধ্যক্ষ তরুণ কান্তি বড়ুয়ার তিনটি গ্রন্থের প্রকাশনা উৎসবে বক্তারা বলেছেন, বাংলা সাহিত্যের আন্তর্জাতিককরণে সবচেয়ে বড় অন্তরায় হলোমানসম্পন্ন অনুবাদে ধারাবাহিক উদ্যোগের অভাব এবং একে ঘিরে প্রয়োজনীয় আর্থিক ও কৌশলগত সহায়তার সংকট। তাঁরা বলেন, বাংলা সাহিত্য বিশ্ববাজারে নিজস্ব স্থান তৈরি করার ক্ষেত্রে দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে। বাংলা সাহিত্যের আন্তর্জাতিক প্রবেশপথে যে ক’টি প্রধান প্রতিবন্ধকতা বিদ্যমান, তার মধ্যে অনুবাদযোগ্যতার সীমা একটি মৌলিক সমস্যা। এ ক্ষেত্রে তরুণ কান্তি বড়ুয়ার সৃষ্টিকর্ম প্রশংসার দাবিদার। বাংলা ভাষার স্বাতন্ত্র্য ও গভীরতা আন্তর্জাতিক ভাষাভাষী পাঠকদের কাছে যথাযথভাবে পৌঁছানো জরুরি।

গত ১১ অক্টোবর চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে তরুণ কান্তি বড়ুয়ার প্রবন্ধগ্রন্থ ‘পরিবর্তনের ধারায় সমৃদ্ধি অর্জন’, কাব্যগ্রন্থ ‘রূদ্ধ অনুভূতি’ ও অনুবাদগ্রন্থ ‘অনুবাদে অভিযাত্রা’র ওপর আলোচনা করেন অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত, অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী, অধ্যাপক বাসুদেব খাস্তগীর, অধ্যাপক পিংকু দাশ, গল্পকারঅনুবাদক ফারজানা রহমান শিমু, কথাসাহিত্যিক নাসের রহমান, শিল্পী ইকবাল হায়দার, সাহিত্যিক স্বপন কুমার বড়ুয়া, অধ্যাপক কামরুল আনোয়ার চৌধুরী, গল্পকার ইফতেখার মারুফ প্রমুখ।কবি ও সাংবাদিক রাশেদ রউফের সভাপতিত্বে ও অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তীর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন কথাসাহিত্যিক দীপক বড়ুয়া। সংগীত পরিবেশন করেন রিনিক মুন এবং আবৃত্তি পরিবেশন করেন যারীন সুবাহ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় নৌবাহিনীর ফ্রি দন্ত চিকিৎসা প্রদান ও ওষুধ বিতরণ
পরবর্তী নিবন্ধপ্রচারণা শেষ, এখন ভোটের অপেক্ষা