বাংলা ভাষার অপব্যবহার রোধ করা হোক

নুসরাত জাহান মুক্তা | বুধবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৩৪ পূর্বাহ্ণ

আমাদের মায়ের ভাষা বাংলা। এই মায়ের ভাষাকে ছিনিয়ে আনার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে বাংলা মায়ের দামাল ছেলেরা। মাতৃভাষা বাংলার রাষ্ট্রীয় মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে ৫২ সালের ২১ ফেব্রুয়ারির এ দিনে সালাম, বরকত, রফিক, জব্বার প্রমুখ আত্মোৎসর্গ করেছিলেন। তাদের সে আত্মদানের কথা আজ সারা বিশ্বে স্বীকৃতি লাভ করেছে। কিন্তু দুঃখের বিষয় এটাই, আমরা কি পেরেছি এই মায়ের ভাষাকে সুষ্ঠুভাবে সম্মান দিয়ে ব্যবহার করতে? আমাদের একুশের প্রতি চেতনা, ভাষার প্রতি মর্যাদা দেওয়া দিন দিন কমে যাচ্ছে। এখন মানুষের কথাবার্তা, লেখার মাঝে বাংলার সঙ্গে ইংরেজি মিশিয়ে বিকৃতভাবে বাংলিশ করার ব্যাপারটা সত্যি লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে। পথে পথে সাইনবোর্ড, ব্যানার ও পোস্টারে ভুল বানানের ছড়াছড়ি চোখে পড়লেই মনে হয় আমরা মায়ের ভাষার সম্মান নিয়ে সত্যিই ছিনিমিনি খেলছি! বাংলা ভাষার এই অপব্যবহার রোধে সরকারসহ সচেতন সমাজ যদি এগিয়ে আসে তবেই বাংলা ভাষা প্রকৃত প্রাণ ফিরে পাবে।

পূর্ববর্তী নিবন্ধআন্তর্জাতিক মাতৃভাষা দিবস : নিঃস্বার্থ ত্যাগের মহত্তম স্বীকৃতি
পরবর্তী নিবন্ধঅনুভবে একুশ