বাংলা একাডেমি ‘নজরুল পুরস্কার’ পাচ্ছেন শবনম মুশতারী ও আনোয়ারুল হক

| রবিবার , ২৫ মে, ২০২৫ at ৮:২৬ পূর্বাহ্ণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানের চর্চা, প্রসার এবং তার জীবন ও সৃষ্টি নিয়ে গবেষণায় স্বীকৃতি হিসেবে গবেষক ও অধ্যাপক আনোয়ারুল হক এবং সংগীতশিল্পী শবনম মুশতারীকে ‘নজরুল পুরস্কার ২০২৫’ দিচ্ছে বাংলা একাডেমি। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমি এ তথ্য জানিয়েছে; তাতে বলা হয়েছে রোববার (আজ) বিকেলে বাংলা একাডেমি আয়োজিত নজরুল জয়ন্তীর অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের অর্থমূল্য প্রতিটি ১ লাখ টাকা, সঙ্গে দেওয়া হবে সম্মাননা স্মারক ও উত্তরীয়। খবর বিডিনিউজের।

শবনম মুশতারী নজরুল সংগীতের চর্চা শুরু করেন ষাটের দশকের শুরুতে। একটা সময় টেলিভিশনে নজরুলসংগীতের অনুষ্ঠান মানেই ছিল সংগীতশিল্পী শবনম মুশতারীর উজ্জ্বল উপস্থিতি। নজরুলের গান নিয়ে বিভিন্ন সময়ে তার কয়েকটি অ্যালবামও বের হয়েছে। এর মধ্যে এইচএমভি তার ‘লাইলী তোমার এসেছে ফিরিয়া’ লং প্লে প্রকাশ করে, যা যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অব কংগ্রেসের সাউন্ড সেকশন সংরক্ষণ করে রেখেছে। আর নিউইয়র্ক থেকে মুক্তধারা তার গানের অ্যালবাম বেস্ট অব শবনম মুশতারী প্রকাশ করে। এই শিল্পীর দুই বোন ইয়াসমিন মুশতারী এবং পারভীন মুশতারীও নজরুলের গানের শিল্পী। নজরুলের গানের চর্চা ও প্রসারে অবদান রাখার জন্য ১৯৯৭ সালে শবনম মুশতারী পেয়েছিলেন একুশে পদক। মাঝে কিছুদিন শারীরিকভাবে অসুস্থও ছিলেন তিনি।

কুমিল্লার মোগলটুলিতে ১৯৫২ সালের ১৯ জানুয়ারি জন্ম নেওয়া আনোয়ারুল হক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাহিত্যের ছাত্র ছিলেন। জীবনভর অধ্যাপনায় কাটিয়ে দেওয়া এই শিক্ষক গবেষণায় মগ্ন থেকেছেন নজরুলের জীবনসৃষ্টি নিয়ে।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গা হালিশহর বাস মালিক কল্যাণ সমিতির শপথ
পরবর্তী নিবন্ধচবিতে নিলস-এলইবি জাতীয় ছায়া আইনসভার সমাপনী