বাংলা একাডেমির নতুন মহাপরিচালক রশীদ আসকারী

| বৃহস্পতিবার , ২৫ জুলাই, ২০২৪ at ১১:৫১ পূর্বাহ্ণ

বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. হারুনউররশীদ আসকারী। তিনি বাংলা একাডেমিতে কবি মুহম্মদ নূরুল হুদার স্থলাভিষিক্ত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে একাডেমির সভাকক্ষে কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। খবর বিডিনিউজের।

ইংরেজি সাহিত্য ও ভাষা বিভাগের সাবেক অধ্যাপক রশীদ আসকারী ১৯৯০ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরে তিনি এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন। অনুবাদক হিসেবেও তার খ্যাতি রয়েছে। অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের দিন থেকে পরবর্তী তিন বছর মেয়াদে রশীদ আসকারীকে বাংলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশিদের ভিসা বন্ধ করার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইউএই : প্রতিমন্ত্রী
পরবর্তী নিবন্ধরাউজানে ৫ শতাধিক দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ