বাংলাদেশের মানুষ আর কোনো অন্ধকারের গলিপথ দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ। শুক্রবার সন্ধ্যায় নগরীর পাচঁলাইশ এলাকার একটি কমিউনিটি সেন্টারে কুতুবদিয়া আইডিয়াল ইয়ুথ ফোরামের দ্বি–বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন। কুতুবদিয়া সমিতির সভাপতি ডা. এ কে এম ফজলুল হকের সভাপতিত্বে সম্মেলন সঞ্চালনা করেন প্রধান সমন্বয়ক মোহাম্মদ কামাল হোসাইন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমীন, দারুল উলুম কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুনিরুল মান্নান আল মাদানী, মহানগরী জামায়াতের সহ–সেক্রেটারী মোহাম্মদ উল্লাহ, চবি আরবি বিভাগের সহযোগী অধ্যাপক শফিউল্লাহ কুতুবী, আইআইইউসির ইংরেজি ভাষা এবং সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহ মোহাম্মদ সানাউল করিম, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের চেয়ারম্যান আব্দুল হান্নান, চুয়েটের ইটিই বিভাগের সহকারী অধ্যাপক ড. নুর্শেদুল মান্নান, মহানগর জামায়াতের অফিস সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, ব্যবসায়ী গোলাম কবির কুতুবী, আকবর খান, ব্যবসায়ী ইসমাঈল খান, হামিদুল্লাহ কুতুবী। প্রেস বিজ্ঞপ্তি।