বাংলাদেশ হকি ফেডারেশনের সাথে তার সম্পর্কটা দীর্ঘ দিনের। সেই ২০০৪ সাল থেকে তিনি আছেন হকি ফেডারেশনে। যদিও চট্টগ্রামের ক্রীড়া সংগঠকদের বিভিন্ন ফেডারেশনে বড় পদ পাওয়াটা কঠিন। তারপরও বেশ কয়েকজন চট্টগ্রামের ক্রীড়া সংগঠক এখন বিভিন্ন ফেডারেশনে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। মোহাম্মদ ইউসুফও গত প্রায় তিন বছরের মত হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি তিনবার নির্বাহি কমিটির সদস্য এবং যুগ্ম সম্পাদকের দায়িত্বও পালন করেন। তবে এবারের নির্বাচনে তাকে করা হয়েছে সহ সভাপতি। গত ১১ জুন ছিল হকি ফেডারেশনের নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের দিন। সেদিন একটি মাত্র প্যানেল জমা পড়েছে। পরদিন অর্থাৎ গত ১২ জুন মনোনয়ন পত্র বাছাই করে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। আর সেদিন কোন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি। ফলে এ কে এম মোমিনুল হক সাঈদের নেতৃত্বাধীন কমিটিকে নির্বাচিত ঘোষণা করা হয়। আর সে কমিটিতে পাঁচ নম্বর সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইউসুফ। সাবেক হকি খেলোয়াড় এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাহি সদস্য ও সাবেক হকি সম্পাদক মোহাম্মদ ইউসুফ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের অতিরিক্ত সাধারণ সম্পাদকও। তিনি জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাহি সদস্যও। গত নির্বাচনের পর ক্যাসিনো কান্ডে অভিযুক্ত হয়ে তখনকার সাধারণ সম্পাদক এ কে এম মোমিনুল হক সাঈদ দেশ ছেড়ে চলে গেলে প্রায় তিন বছরেরও বেশি সময় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন মোহাম্মদ ইউসুফ। তার সময়ে এশিয়া কাপ, হকির চ্যাম্পিয়ন্স ট্রফি সহ বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করে প্রশংসিত হয়েছেন মোহাম্মদ ইউসুফ। এবার হকি ফেডারেশনের সহ সভাপতি নির্বাচিত হওয়ায় নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালনের চেষ্টা করবেন বলে জানিয়েছেন মোহাম্মদ ইউসুফ। তার এই অর্জনে তার ক্লাব চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।












