বাংলাদেশ-সুইডেন সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় পৌঁছাবে : অর্থ প্রতিমন্ত্রী

| মঙ্গলবার , ১১ জুন, ২০২৪ at ৭:৩৮ পূর্বাহ্ণ

অর্থ প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি বলেছেন, ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে বাংলদেশসুইডেনের সম্পর্ক আরো বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যতে দুদেশের সম্পর্ক আরো দৃঢ় হবে এবং নতুন উচ্চতায় পৌঁছাবে বলে মন্তব্য করেছেন তিনি। তিনি বলেন, সুইডেন বাংলাদেশের অন্যতম বড় রপ্তানি গন্তব্য স্থল এবং বাংলদেশ থেকে তৈরি পোশাক, টেক্সটাইল, সিরামিক ও ফার্মাসিউটিক্যাল পণ্য আমদানি করে থাকে। দুদেশের বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে বাংলদেশের রপ্তানি আয় বাড়বে। সুইডিশ ব্যবসায়ীরা বাংলদেশে টেঙটাইল, সিরামিক, আইটি ও গ্রিন এনার্জি খাতে বিনিয়োগ করতে পারে। তিনি গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকার সুইডিশ দূতাবাসে সুইডেনবাংলাদেশ বিজনেস গাইডের ২০২৪২০২৫ সংস্করণ উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেন, সুইডিশ রাষ্ট্রদূত আলেঙান্দ্রা ভার্গ ফন লিনডে তার আন্তরিকতা ও কাজের মাধ্যমে বাংলদেশসুইডেনের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছেন। সুইডিশ রাষ্ট্রদূত বলেন, টেকসই উন্নয়ন, সহযোগিতা ও অংশীদাত্বের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুনভাবে গড়ে উঠবে। অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন ভারতে নিযুক্ত সুইডেনের ট্রেড কমিশনার সিসিলিয়া ওরকাশন। এতে আরো উপস্থিত ছিলেন বিজনেস সুইডেনের সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসংসদে ২০২৩-২৪ অর্থবছরের সম্পূরক বাজেট পাস
পরবর্তী নিবন্ধচবিতে মুক্তিযোদ্ধা প্রজন্ম কমান্ডের দুই নেতার মারামারি, রুম ভাঙচুর