বাংলাদেশ-সিশেলস দ্বিতীয় ম্যাচ আজ

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২৮ মার্চ, ২০২৩ at ১০:২৪ পূর্বাহ্ণ

টানা দুই জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফিফা প্রীতি ম্যাচে সিশেলসকে ২০ ব্যবধানে হারিয়ে সিরিজ জয়ের লক্ষ্যে আজ মঙ্গলবার দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে জামাল ভূঁইয়ারা। সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেলে পৌনে চারটায়। বিটিভি ওয়ার্ল্ড ও বেসরকারী টিভি চ্যালেন টিস্পোর্টস ম্যাচটি সরাসরি সমপ্রচার করবে। ফিফা র‌্যাংকিংয়ে ১৯৯ নম্বরে থাকা পূর্ব আফ্রিকার দেশ সিশেলসকে প্রথম ম্যাচে বাংলাদেশ হারিয়েছে ১০ গোলে।

ফিনল্যান্ড প্রবাসী ডিফেন্ডার তারিক রায়হান কাজী করেছিলেন জয়সূচক গোল। দ্বিতীয় ম্যাচে আফ্রিকার দেশটিকে হারাতে পারলে বাংলাদেশ অনেক দিন পর পাবে টানা দুটি আন্তর্জাতিক ম্যাচ জয়ের স্বাদ। গতকাল সোমবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছেন, ‘আমাদের লক্ষ্য দুটি জয়। আমরা সেভাবেই খেলবো। প্রথম ম্যাচের দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলতে পারিনি। এ নিয়ে খেলোয়াড়রা নিজেদের মধ্যে কথা বলেছি। কোচও কিছু দিকনির্দেশনা দিয়েছেন। প্রথম ম্যাচে ভুলগুলো কী ছিল, সেটা আমরা চিহ্নিত করার চেষ্টা করছি। ওই ভুল সংশোধন করেই আমরা মাঠে নামবো।’ বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ ড্র করলেই সিরিজ জিতে যাবে। তাহলে এই ম্যাচে ডিফেন্সিভ বাংলাদেশকে দেখা যাবে কিনা? এমন প্রশ্নের জবাবে জামাল ভূঁইয়া বলেছেন, ‘আমরা জয়ের জন্যই মাঠে নামবো।’

পূর্ববর্তী নিবন্ধটি-টোয়েন্টি সিরিজ জিতল আফগানরা
পরবর্তী নিবন্ধআজ আবার মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার ক্রিকেট লিগ