বাংলাদেশ সবসময় আমার সেকেন্ড হোম, মঞ্চে উঠে আতিফ

| রবিবার , ১ ডিসেম্বর, ২০২৪ at ১১:১২ পূর্বাহ্ণ

ঢাকায় ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্টে টানা তিন ঘন্টা পারফর্ম করে দর্শক, শ্রোতাদের সুরের সন্ধ্যা উপহার দিয়েছেন পাকিস্তানের তারকা শিল্পী আতিফ আসলাম। রাত ৮ টা ৪০ মিনিটে মঞ্চে উঠে পারফর্ম শুরু করে শেষ করেছেন রাত ১১ টা ৪০ মিনিটে। খবর বিডিনিউজের।

তিন ঘন্টায় প্রায় ৪০টির মতো গান গেয়েছেন শিল্পী। আতিফের গান শুনে মুগ্ধতা প্রকাশ করে ৪৫ বছর বয়সী লুবনা কাদের গ্লিটজকে বলেন, কনসার্ট খুব ভালো লেগেছে। শুক্রবার বিকেল ৫ টায় আর্মি স্টেডিয়ামে কাকতাল ব্যান্ডের গান পরিবেশনা দিয়ে শুরু হয় কনসার্ট।

এরপর ৬টা ৫০ মিনিটে মঞ্চে আসেন পাকিস্তানের শিল্পী আবদুল হান্নান। ‘ইরাদে’ গান দিয়ে পারফর্ম শেষ করে দর্শকের উদ্দেশ্যে শিল্পী বলেন, আমার জীবনে সবচেয়ে বেশি দর্শক নিয়ে করা কোনো শো এটি। কনসার্টের মূল আকর্ষণ আতিফ আসলাম হলেও অন্যতম আকর্ষণ ছিলেন তাহসান খান। রাত ৮ টার দিকে স্টেজে উঠেন তাহসান।

স্টেজে উঠেই দর্শকদের উদ্দেশে তাহসান বলেন, আমাকে কী শোনা যাচ্ছে, সেই টেকনাফ থেকে তেঁতুলিয়া? আজ থেকে ২২ বছর আগে আপনাদের যেমন ভালোবাসা পেয়ে এসেছি এখনো কী তেমনভাবেই ভালোবাসেন? যদি ভালোবেসে থাকেন তাহলে ২০০২ সালে আমার গাওয়া ‘এখনো’ গান দিয়ে শুরু করলাম। রাত ৮ টা ৪০ মিনিটের দিকে গান গাইতে গাইতে মঞ্চে উঠেন আতিফ। ‘তু চাহিয়ে’ গান দিয়ে পারফর্ম শুরু করেন।

গানটি শেষে দর্শকের উদ্দেশে আতিফ বলেন, বাংলাদেশ সবসময় আমার সেকেন্ড হোম, আমি অপেক্ষায় থাকি এখানকার দর্শকের ভালোবাসা নেওয়ার জন্য। এরপর আতিফ গানের পাশাপাশি ভক্তদের আব্দার মেনে প্ল্যাকার্ড, ছবি ও টি শার্টে নিজের স্বাক্ষর দিয়েছেন শিল্পী। ১০ মিনিট গিটার বাজিয়েও মাতিয়ে রেখেছেন পুরো স্টেডিয়াম। গিটার বাজানো শেষে আবার গান শুরু করেন।

পূর্ববর্তী নিবন্ধলুইপার ‘এ কি প্রেমের প্রতিদান’
পরবর্তী নিবন্ধভারতের বারানসি রেলস্টেশনে ব্যাপক অগ্নিকাণ্ড