চার নতুন মুখ নিয়ে বাংলাদেশের টেস্ট খেলতে আসছে আয়ারল্যান্ড। সবশেষ তিন টেস্টে জয় পাওয়া দলটিতে আছেন এখনও দেশের হয়ে এই সংস্করণে কোনো ম্যাচ না খেলা আরও একজন। ক্রিকেট আয়ারল্যান্ড মঙ্গলবার আসন্ন সফরের জন্য ১৫ সদস্যের পৃথক টেস্ট ও টি–টোয়েন্টি দল ঘোষণা করেছে। এবারের সফরে দুটি টেস্ট ও তিনটি টি–টোয়েন্টি খেলবে আয়ারল্যান্ড। সিলেটে আগামী ১১ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট। পরে ঢাকায় ১৯ নভেম্বর শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। চট্টগ্রামে আগামী ২৭ ও ২৯ নভেম্বর হবে প্রথম দুটি টি–টোয়েন্টি এবং ২ ডিসেম্বর হবে তৃতীয় ও শেষ টি–টোয়েন্টি। আয়ারল্যান্ড টেস্ট দল: অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), কার্টিস ক্যাম্ফার, চ্যাড কারমাইকেল, স্টিভেন ডোহেনি, গ্যাভিন হোয়ে, গ্রাহাম হিউম, ম্যাথু হামফ্রিজ, অ্যান্ডি ম্যাকব্রিন, ব্যারি ম্যাককার্থি, লিয়াম ম্যাককার্থি, পল স্টার্লিং, জর্ডান নিল, হ্যারি টেক্টর, লর্কান টাকার, ক্রেইগ ইয়াং। আয়ারল্যান্ড টি–টোয়েন্টি দল: পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, বেন কালিৎজ, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ম্যাথু হামফ্রিজ, জশ লিটল, ব্যারি ম্যাককার্থি, হ্যারি টেক্টর, টিম টেক্টর, লর্কান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়াং।