বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ দেখা যাবে যে চ্যানেলে

| বুধবার , ২১ এপ্রিল, ২০২১ at ১১:০৭ পূর্বাহ্ণ

শ্রীলংকায় আজ বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম ও দ্বিতীয় ম্যাচ। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মাঠে দর্শক প্রবেশের অনুমতি থাকছে না। বাংলাদেশ থেকে কোনো সংবাদমাধ্যমও নেই শ্রীলংকায়। ফলে পুরোপুরি টিভি সমপ্রচারের ওপরেই নির্ভর করতে হবে ম্যাচের যেকোনো আপডেটের জন্য। বাংলাদেশে বসে দুইটি বেসরকারি টিভি চ্যানেল টি স্পোর্টস ও গাজী টেলিভিশন (জি টিভি)। এছাড়া অনলাইনেও দেখা যাবে টেস্ট দুইটি। টি স্পোর্টসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং র‌্যাবিটহোলবিডি স্পোর্টস ইউটিউব চ্যানেলে সরাসরি দেখা যাবে এ সিরিজের ম্যাচগুলো। দেশের বাইরের দর্শকদেরও টিভিতে ম্যাচ দুইটি দেখার সুযোগ থাকছে। সেক্ষেত্রে ভারতের সনি সিক্স, সনি লাইভ (অনলাইন প্ল্যাটফর্ম), জিও টিভি; শ্রীলংকায় রূপাবাহিনি, অস্ট্রেলিয়ায় ফক্স স্পোর্টস এবং ইউকেদর স্কাই স্পোর্টস, স্কাই গো অ্যাপে চোখ রাখতে হবে। এই সিরিজের টিভি ধারাভাষ্যকারের দায়িত্বে থাকছেন শ্রীলঙ্কার রাসেল আর্নল্ড, রোশান আভিসিংহে এবং পারভেজ মাহরুফ, বাংলাদেশের শামীম আশরাফ চৌধুরী ও পাকিস্তানের আমির সোহেল।

পূর্ববর্তী নিবন্ধসাকিবকে মিস করবেন মোমিনুল
পরবর্তী নিবন্ধহাসপাতাল থেকে ছাড়া পেলেন মুরালিধরন