বাংলাদেশ শিশু সাহিত্য একাডেমির মতবিনিময় সভা

| শনিবার , ২৬ জুলাই, ২০২৫ at ৬:১৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির উপপরিচালকদের সঙ্গে অনুষ্ঠান উপকমিটির সদস্যদের মতবিনিময় সভা গত ২৪ জুলাই চট্টগ্রাম একাডেমি সংলগ্ন শৈলী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন একাডেমির পরিচালক রাশেদ রউফ। এতে আলোচনায় অংশ নেন : উপপরিচালক জসিম উদ্দিন খান, কাসেম আলী রানা, ইসমাইল জসীম, রুনা তাসমিনা ও সৈয়দা সেলিমা আক্তার এবং অনুষ্ঠান উপকমিটির সদস্য মর্জিনা আখতার, অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তী ও শিপ্রা দাশ। সভায় শিশুসাহিত্য একাডেমির উদ্যােগে আগামী অক্টোবরে অনুষ্ঠেয় শিশুসাহিত্য উৎসব নিয়ে প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত হয়। এ ব্যাপারে নির্বাহী কমিটির একটি সভা আয়োজনের সিদ্ধান্ত হয়। শিশুসাহিত্য একাডেমি পদকের জন্য মনোনয়ন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম একাডেমির সম্মানিত ফেলোদের নিয়ে সম্পন্ন করার সিদ্ধান্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স : ম্যাখোঁ
পরবর্তী নিবন্ধনতুন নীতিমালার আলোকে চবিতে শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু