ভারতের বিপক্ষে বাংলাদেশের বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টেস্টে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের আউটফিল্ড নিয়ে আলোচনা–সমালোচনা কম হয়নি। এবার রায় এলো আইসিসি থেকে। এই মাঠের আউটফিল্ডকে ‘অসন্তোষজনক’ বলেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা। ভেন্যুটির নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। গত ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত হওয়া ওই টেস্টের প্রথম দিন খেলা হয় মাত্র ৩৫ ওভার। খেলা শুরুর আগে ও মধ্যাহ্ন বিরতির পর টানা বৃষ্টির কারণে হারিয়ে যায় দিনের বেশিরভাগ সময়। দ্বিতীয় দিন একটি বলও খেলা সম্ভব হয়নি। সকাল থেকে বৃষ্টি থামার অপেক্ষা করতে করতে চা বিরতির কিছুক্ষণ আগে দিনের খেলা সমাপ্তি ঘোষণা করা হয়। তৃতীয় দিন বৃষ্টি হয়নি। দুপুরের পর সূর্যের দেখাও মেলে। কিন্তু আউটফিল্ড ভেজা থাকায় খেলা হয়নি এদিনও। বৃষ্টিতে আড়াই দিনের বেশি ভেসে যাওয়ার পরও দারুণ বোলিং ও আগ্রাসী ব্যাটিংয়ে ম্যাচটি ৭ উইকেটে জিতে নেয় ভারত। দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশড হয় বাংলাদেশ। খবর বিডিনিউজের। ওই ম্যাচে কানপুরের পিচকে অবশ্য ‘সন্তোষজনক’ রেটিং দিয়েছে আইসিসি। ছেলে ও মেয়েদের ক্রিকেটের আন্তর্জাতিক ম্যাচের পিচ ও আউটফিল্ডের রেটিংয়ের হালনাগাদ গতকাল বৃহস্পতিবার প্রকাশ করেছে সংস্থাটি।