বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রে পরিবর্তিত পরিস্থিতিতে মানসম্মত বুলেটিন প্রচারের ‘চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের উপ–মহাপরিচালক (বার্তা) মুহাম্মদ শরিফুল কাদের।তিনি বাংলাদেশ বেতারের আধুনিকায়নে ১০০ দিনের পরিকল্পনা বাস্তবায়ন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সংশ্লিষ্টদের দিক নির্দেশনা প্রদান করেন।
কর্মশালায় বেতার চট্টগ্রাম কেন্দ্রের (পরিচালক) মোহাম্মদ মাহফুজুল হক, সিনিয়র প্রকৌশলী সুব্রত কুমার দাশ, আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক মোল্লা মো. আব্দুল হালিমসহ বেতারের কর্মকর্তা, কর্মচারী ও শিল্পীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।