করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে দেশের অন্যান্য কার্যক্রমের সঙ্গে ফুটবলও বন্ধ হয়ে গিয়েছিল। স্থবির হয়ে থাকা ফুটবলাঙ্গনকে সুখবর দিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আগামী ৩০ এপ্রিল থেকে দেশে ফের ফুটবল শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় পর্ব শুরু হবে ওই দিন থেকে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পেশাদার লিগ কমিটি এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে। ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়াতে দেশে লকডাউন ঘোষণার পরই বন্ধ হয়ে যায় সব ধরনের ফুটবল টুর্নামেন্ট। বলা হয়েছিল, যতো দ্রুত সম্ভব আবারও মাঠে ফেরানো হবে খেলা। ভাইরাসটির চলমান পরিস্থিতির কারণে লকডাউনের সময়কাল বাড়ানো হয়েছে ২৮ এপ্রিল পর্যন্ত। সে হিসেবে লকডাউন শেষ হওয়ার দুদিনের মধ্যেই মাঠে ফুটবল ফেরানো সিদ্ধান্ত নিল বাফুফে।