অবশেষে প্রকাশ করা হলো বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার টি–টোয়েন্টি সিরিজের সুচি। আগেরদিন নিশ্চিত করা হয়েছিল পাঁচ ম্যাচের সিরিজটি তিন ম্যাচের সিরিজে দাড়িয়েছে। আর বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিশ্চিত হওয়ার পর এবার সিরিজের সূচিও চূড়ান্ত হলো। তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজটি শুরু আগামী বুধবার। সিরিজের পরের দুই ম্যাচ ৩০ মে ও ১ জুন। সিরিজের সবকটি ম্যাচই হবে লাহোরে। সব ম্যাচই শুরু বাংলাদেশ সময় রাত ৯টায়। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের সিরিজ শেষ হয়েছে গতকাল বুধবার। আজ বৃহস্পতিবার বিশ্রামে থাকবে ক্রিকেটাররা। আগামীকাল শুক্রবার ও শনিবার দুবাইয়ে অনুশীলন করবে লিটন কুমার দাসের দল। এরপর আগামী রোববার তারা রওনা হবে লাহোরের পথে। আইসিসির ভবিষ্যৎ সফর সূচি অনুযায়ী এই সফরে তিনটি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশ দলের। তবে আগামী বছরের টি–টোয়েন্টি বিশ্বকাপকে ভাবনায় রেখে পরে দুই দেশের বোর্ডের আলোচনায় ওয়ানডে সিরিজ বাদ দিয়ে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ চূড়ান্ত করা হয়।
সিরিজটি শুরু হওয়ার কথা ছিল ২৫ মে। কিন্তু ভারত–পাকিস্তান যুদ্ধের প্রভাবে অনিশ্চিত হয়ে পড়ে বাংলাদেশের সফর। পরে দুবাইয়ে দুই দেশের বোর্ড কর্তাদের মধ্যে দীর্ঘ আলোচনা শেষে সফর চূড়ান্ত হয়। পিসিবি গত মঙ্গলবার জানায়, পাঁচ ম্যাচের বদলে তিন ম্যাচ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। তবে সূচি ঘোষণা করা হয়নি তখন। সেই আনুষ্ঠানিকতাও এবার হয়ে গেল। সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলা দলটি নিয়েই পাকিস্তান যাবে বাংলাদেশ দল। যদিও দলের পেসার নাহিদ রানা পাকিস্তান সফরে যাবেননা বলে জানিয়ে দিয়েছেন। অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডও জানিয়েছে পাকিস্তান সফরে যেতে ক্রিকেটারদের চাপ দেওয়া হবেনা। তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। তবে শেষ পর্যন্ত সিরিজটি হচ্ছে সেটাই বড় স্বস্তির খবর।