বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্টে কেমন থাকবে আবহাওয়া

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ৩০ আগস্ট, ২০২৪ at ৫:৩১ পূর্বাহ্ণ

আজ শুক্রবার বাংলাদেশপাকিস্তান সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে রাওয়ালপিন্ডির একই ভেন্যুতে মুখোমুখি হবে দুই দল। তবে প্রথম টেস্টের মতো এবারও প্রথম দিনের খেলায় বৃষ্টি বাগড়া দিতে পারে। এর আগে প্রথম টেস্টের শুরুতে প্রায় অর্ধেক দিনের খেলাই ভেস্তে গিয়েছিল ভেজা আউটফিল্ডের কারণে। যার ফলে সেদিন খেলা হয় কেবল ৪১ ওভারের। যদিও সেটি পরে ম্যাচের ফল নির্ধারণে বাধা হতে পারেনি। দুর্দান্ত ব্যাটিং ও বোলিংয়ে বাংলাদেশ জিতে নেয় ১০ উইকেটের বড় ব্যবধানে। এদিকে গতকাল দ্বিতীয় টেস্ট শুরুর আগেরদিন নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিতে চেয়েছিল দুই দল। কিন্তু স্বাগতিক পাকিস্তান ও বাংলাদেশের ক্রিকেটাররা বৃষ্টির বাগড়ায় এদিন অনুশীলন করতে পারেনি। ফলে উভয় দলই অলস সময় পার করেছে স্টেডিয়ামের ড্রেসিংরুমে বসে। পুরো মাঠ ঢেকে রাখা হয়েছে কাভারে। কোনোভাবেই মাঠে নামা সম্ভব হয়নি দুই দলের। এর আগে অবশ্য ৫ দশমিক ৪ মাত্রার এক ভূমিকম্পও সইতে হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। ভূমিকম্প ছাড়াও গত কয়েকদিন ধরেই রাওয়ালপিন্ডি বৈরি আবহাওয়ার সাক্ষী হয়েছে। প্রথম টেস্টের মতো দেরিতে খেলা শুরু হতে পারে আজও। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ রাওয়ালপিন্ডিতে ২৫ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বাতাসের আর্দ্রতা হতে পারে ৭৯ শতাংশ। পুরো দিনে ৮০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। একইসঙ্গে মেঘাচ্ছন্ন আবহাওয়া এবং উত্তরপূর্ব দিক থেকে ১১ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধনিউজিল্যান্ডের বোলিং কোচ হলেন ওরাম
পরবর্তী নিবন্ধপদত্যাগ করলেন বিসিবির পরিচালক টিটু এবং নাদেল