খারাপ সময় যাচ্ছে বাংলাদেশ আর্চারির তারকা রোমান সানার। সেই ২০১৯ সালে এসএ গেমসে সোনা জিতেছেন, এরপর থেকে টোকিও অলিম্পিকে সরাসরি জায়গা করে নেওয়া এই আর্চার ফর্মে নেই। বিজয় দিবস ও জাতীয় প্রতিযোগিতায় মোটেও ভালো করতে পারেননি। বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের নবম প্রতিযোগিতাতেও পদকশূন্য থাকতে হচ্ছে তাকে। এমন খারাপ অবস্থার সম্মুখীন আগে হতে হয়নি রোমানকে। টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে সতীর্থরা যখন পদক পেয়েই যাচ্ছেন, তখন রোমানকে থাকতে হচ্ছে পদকবিহীন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘এবার পদকশূন্য আমি। যদিও এলিমিনেশন ও র্যাংকিং রাউন্ডে ভালো করেছি। কিন্তু নকআউট পর্বে এসে পারিনি।
সত্যি বলতে ভাগ্য সঙ্গে ছিল না। এই পর্বে আত্মবিশ্বাসের অভাব ছিল। গতবার যদিও আমি চ্যাম্পিয়ন ছিলাম।’ দ্রুত নিজের ফর্মে ফেরার লক্ষ্য রোমানের। এই আর্চার বলেছেন, ‘ফুটবল, ক্রিকেট কিংবা আর্চারি, যেই খেলারই খেলোয়াড় হোক না কেন, সবারই খারাপ সময় যায়। আমারও তেমনই যাচ্ছে। তবে আত্মবিশ্বাস আছে দ্রুত আগের ফর্মে ফিরতে পারবো।’