বাংলাদেশ ক্রিকেট দলের পারফরম্যান্স অ্যানালিস্ট হলেন মহসিন শেখ

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২২ এপ্রিল, ২০২৪ at ১২:৫৩ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে যোগ দিয়েছেন পাকিস্তান বংশোদ্ভুত অস্ট্রেলিয়ার নাগরিক মহসিন শেখ। গত বছর নিউজিল্যান্ড সফরে সাময়িক চুক্তিতে কাজ করার পর এবার পূর্ণাঙ্গ মেয়াদে বাংলাদেশ দলের পারফরম্যান্স অ্যানালিস্টের দায়িত্ব পেলেন মহসিন শেখ। আগামী দুই বছর তিনি কাজ করবেন টাইগারদের সাথে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস মহসিনকে নিয়োগ দেওয়ার খবর নিশ্চিত করেন। জানা গেছে, আগামী ১ মে ২০২৪ থেকে ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত মহসিনের সঙ্গে চুক্তি। এর আগে গত বছর নিউজিল্যান্ড সফরের তিন ওয়ানডে ও তিন টিটোয়েন্টিতে শান্তদের অ্যানালিস্ট হিসেবে কাজ করেন তিনি। গত বছরের বিশ্বকাপের পর থেকে স্থায়ী কোনো অ্যানালিস্ট ছিল না বাংলাদেশের। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে অ্যানালিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক জাতীয় ক্রিকেটার নাসির আহমেদ। পরে টিম ম্যানেজমেন্টের চাওয়ায় নিউজিল্যান্ড সফরে দায়িত্ব দেওয়া হয় মহসিনকে। এরপর বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে কাজ করেছেন মহসিন। পরে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে তাকে দায়িত্ব দেয়নি বিসিবি। ওই সিরিজে কাজ করেন বিসিবির অ্যানালিস্ট শাওন জাহান। প্রায় ৪ মাস পর এবার পূর্ণাঙ্গ মেয়াদের বাংলাদেশের সঙ্গে চুক্তি করলেন মহসিন। অ্যানালিস্ট হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা তার। ২০০৩০৪ মৌসুমে পাকিস্তানের ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারে বয়সভিত্তিক দল দিয়ে কাজ শুরু করেন তিনি। এরপর অস্ট্রেলিয়ায় পাড়ি জমান তিনি। কাজের সুবাদে সে দেশের নাগরিকত্ব পান মহসিন। বিগ ব্যাশে বেশ কয়েকটি দলের সঙ্গে কাজ করেছেন তিনি। ২০০৯ সালের আইপিএলে রাজস্থান রয়্যালসের সঙ্গে ছিলেন পাকিস্তানি বংশোদ্ভুত এই অস্ট্রেলিয়ান। পিএসএলেও তিনি কাজ করেছেন ভিন্ন ভিন্ন সময়ে। বাংলাদেশের আগে সবশেষ আফগানিস্তান জাতীয় দলের হয়ে কাজ করেছেন তিনি। গত বছরের এশিয়া কাপ ও বিশ্বকাপে আফগানদের অ্যানালিস্ট ছিলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার পদুয়ায় বলী খেলা আজ
পরবর্তী নিবন্ধজব্বারের বলী খেলা উপলক্ষে সমন্বয় সভা