বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

| সোমবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:২৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের প্রধান উপদেষ্টা কারাতেকা শাহজাদা আলম বাংলাদেশ কারাতে ফেডারেশনের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এবং চট্টগ্রাম বিভাগীয় সোতোকান কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ‘বিকেএফকেএস’ এর কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠিত হয় গত শনিবার বিকেএফকেএস এর পাঁচলাইশ শাখায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত বাংলাদেশ কারাতে ফেডারেশনের এডহক কমিটির সভাপতি শাহজাদা আলম। বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদীর ক্রীড়া প্রতিবেদক নজরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শারীরীক শিক্ষা বিভাগের পরিচালক ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের কাউন্সিলর আনিসুল আলম, বিকেএফকেএসহসভাপতি এস এম শাহাবুদ্দীন, যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন, নির্বাহী সদস্য কবি স ম বখতিয়ার ও সিনিয়র কারাতে কোচ সরওয়ার খসরু। বিকেএফকেএস এর ভারপ্রাপ্ত সভাপতি আবু সাঈদ এর সভাপতিত্বে এবং এশিয়ান কারাতে ফেডারেশনের কোচ সেনসী এ বি রনির সঞ্চালনায় এ সংবর্ধনা অনুষ্ঠানটি ছিল সুন্দর ও সুশৃঙ্খল এবং মনোমুগ্ধকর। পরে বিভাগীয় প্রতিযোগিতায় স্বর্ণ, রৌপ্য এবং ব্রোঞ্জ পদক পাওয়া কারাতেকারদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ৩৩তম ইবিএল-বিজিসিসি শৌখিন গলফ টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধ৫৩তম শীতকালীন জাতীয় স্কুল-মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতার দ্বিতীয় দিনে ১০টি ইভেন্টের নিষ্পত্তি