স্বপ্নের পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়। বাস্তব। স্বপ্ন পুরনের যাত্রা শুরু হবে আগামী ২৫ জুন। এখন আলোচনায় কেবল পদ্মা সেতু। আর সে পদ্মা সেতুর স্বপ্ন পুরনের আনন্দের ঢেউ আছড়ে পড়ছে সাত সমুদ্র তের নদীর ওপারে সুদুর ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। যেখানে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। আর সে টেস্ট সিরিজের সাথে জড়িয়ে যাচ্ছে পদ্মা সেতুর নাম। টেস্ট সিরিজটির নাম রাখা হয়েছে “পদ্মা ব্রিজ ড্রিম ফুলফিল্ড ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজ”। যদিও ওয়েস্ট ইন্ডিজ এই সিরিজের জন্য কোন টাইটেল স্পন্সর পায়নি। তবে কো স্পন্সর হিসেবে আছে বাংলাদেশের প্রতিষ্টান ওয়ালটন। বিসিবির সূত্র জানিয়েছে টেস্ট চলাকালে মাঠের পেরিমিটার বোর্ডে থাকবে পদ্মা সেতু এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। বিসিবি সুত্রে জানা গেছে সিরিজের স্বত্ব যারা কিনেছে তারা এই নামকরনের প্রস্তাব দিয়েছে প্রধানমন্ত্রী দফতরে । আর সেখান থেকে বিসিবির কাছে জানতে চাওয়া হয়েছে তাতে কোন সমস্যা আছে কিনা। বিসিবি জানিয়েছে কোন সমস্যা নেই। এর পরই সিদ্ধান্ত হয় সিরিজটির নাম হবে “পদ্মা ব্রিজ ড্রিম ফুলফিল্ড ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজ”।