হোটেল রেডিসন ব্লু থেকে ক্রিকেট দল নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর বিশাল বহর রওয়ানা হয়েছে সাগরিকাস্থ জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের উদ্দেশ্যে। পতিমধ্যে ফয়’সলেক এলাকায় সন্ত্রাসীরা ক্রিকেটারদের বহনকারী গাড়ির গতি রোধ করে। তবে আইন-শৃঙ্খলা বাহিনীর দক্ষতায় সে প্রতিবন্ধকতা ভেদ করে আবার পথ চলা শুরু করে। পরবর্তীতে কাজির দীঘি এলাকায় আবার সন্ত্রাসীরা বোমা হামলা চালায় গাড়ি বহর লক্ষ্য করে। কিন্তু তাতেও সফল হতে পারেনি তারা। শেষ পর্যন্ত নিরাপদে ক্রিকেটারদের স্টেডিয়ামে পৌঁছে দেয় আইন-শৃঙ্খলা বাহিনী।
সত্যিকারে চট্টগ্রামে এমন কোনো ঘটনা ঘটেনি। তবে ভবিষ্যতে যদি এরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে কিভাবে সেটা মোকাবেলা করা হবে সে লক্ষ্যে গতকাল সকালে মহড়া পরিচালনা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মহড়ার নেতৃত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কান্তি নাথ। তিনি জানান, একই সাথে নির্বাচন এবং ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ দলের সিরিজ থাকলেও ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে তাদের কোনো দুশ্চিন্তা নেই। তাদের পর্যাপ্ত ফোর্স রয়েছে। পর্যাপ্ত অফিসার রয়েছে। কাজেই চার স্তরের নিরাপত্তা নিয়ে তারা প্রস্তুত রয়েছে দুটি মেগা ইভেন্ট সম্পন্ন করতে। নিজেদের ফোর্সের পাশাপাশি বাইরে থেকেও অতিরিক্ত ফোর্স নিয়ে আসছে তারা। তাই নিরাপত্তার ব্যাপারে তেমন কোনো দুশ্চিন্তা নেই। তবে বিদেশি দল বলে প্রশাসন একটু বাড়তি সতর্কতা অবলম্বন করছে। সেই সতর্কতার একটি মহড়া হয়ে গেল গতকাল চট্টগ্রামে।
যদিও গত বিশ বছর ধরে এই কাজটি করে আসছে আইন-শৃঙ্খলা বাহিনী। তবে গত এক দশকে ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টা নিয়ে একটু বেশি ভাবতে হচ্ছে আইসিসিসহ সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ড গুলোকে। কারণ নানা দেশে ক্রিকেটারদের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। আর আইন-শৃঙ্খলা বাহিনী এখন সেটা মোকাবেলা করতেও শিখে গেছে। দুটি দল যখন একসাথে হোটেল ত্যাগ করবে তখন তাদের জন্য যে পরিমাণ নিরাপত্তা বাহিনী দরকার ঠিক সে পরিমাণ বাহিনী নিয়ে গতকাল এই মহড়া পরিচালিত হয়। সাথে ছিল ফায়ার সার্ভিসের গাড়ি, ডাক্তার সহ অ্যাম্বুলেন্স এবং পুলিশ র্যাবসহ আইন-শৃৃঙ্খলা বাহিনীর গাড়ি। একইভাবে ক্রিকেটারদের নিয়ে আসা হয় স্টেডিয়াম থেকে হোটেলে।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কান্তি নাথ জানান, নির্বাচন এবং ক্রিকেট সিরিজ দুটোই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। নির্বাচনের আগে পরে যে সহিংসতার আশংকা থাকে সে সব নিয়েও বিচলিত নন পুলিশের এই কর্মকর্তা। তিনি বলেন, আমরা আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করতে পারলেই কোনো বিশৃঙ্খলা সৃষ্টির সম্ভাবনা নেই। আর সে জন্য তারা প্রস্তুত।
আজ চট্টগ্রাম আসছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।