বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে নুরুল হাসান সোহান

স্পোর্টস ডেস্ক | সোমবার , ৫ মে, ২০২৫ at ১১:১০ পূর্বাহ্ণ

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে দল ঘোষণা করা হয়েছে । গতকাল ঘোষণা করা হয়েছে অধিনায়কের নাম। নুরুল হাসান সোহানকে দেওয়া হয়েছে এই দায়িত্ব। গতকাল সিলেটে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ‘এ’ দলের কোচ মিজানুর রহমান বাবুল বিষয়টি জানান।

তিনি বলেন, অধিনায়ক তো ইতোমধ্যেই চূড়ান্ত। নুরুল হাসান সোহান অধিনায়ক থাকছে। একটা দেশের হয়ে আরেকটা দেশের বিপক্ষে খেলছি। অবশ্যই আমরা চাইবো আমাদের দেশকে এগিয়ে নিতে। পাশাপাশি ভালো ক্রিকেট খেলতে। বাংলাদেশ ‘এ’ দলে রয়েছেন ঃ নুরুল হাসান সোহান (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাইফ হাসান, মাহিদুল ইসলাম, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন, নাইম হাসান, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম, এবাদত হোসেন ও খালেদ আহমেদ।

পূর্ববর্তী নিবন্ধমাদ্রিদ ওপেনের শিরোপা আরিনা সাবালেঙ্কার
পরবর্তী নিবন্ধবোলিং এর কারণেই টি-টোয়েন্টি দলে নেই মিরাজ