বাংলাদেশ এষ্ট্রলজার্স সোসাইটি পার্বত্য চট্টগ্রাম শাখার এক প্রতিনিধি দল বাংলাদেশ এষ্ট্রলজার্স সোসাইটি কেন্দ্রীয় সভাপতি মহর্ষি ড: মুহাম্মদ আনিসুল হকের সাথে মতবিনিময় সভা গত ৬ নভেম্বর অনুষ্ঠিত হয়। এ সময় ড. মুহাম্মদ আনিসুল হককে পার্বত্য চট্টগ্রাম শাখার নেতৃবৃন্দ অভিনন্দন জানান। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী সভাপতি ড. জি কিবরিয়া, কেন্দ্রীয় মহাসচিব ড. শ্রীরাম আচার্য্য, যুগ্ম মহাসচিব রিমন মুহুরী, ফকির ইয়াসিন, আরাফাত মেহেদী, মিল্টন বাড়ৈ, রাঙামাটি সভাপতি পিন্টু ভট্টাচার্য্য, অর্থ সম্পাদক স্বপন মল্লিক, আফজাল হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।