বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) জেলা কমিটির অভিষেক গত ৩ অক্টোবর নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত কমিটির সভাপতি মো. আশিকুর রহমানের সভাপত্বিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ–সভাপতি শামীম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ সভাপতি মাকসুদুর রহমান রাসেল। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজওয়ান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ তৌহিদ। বিওয়াইসিএফের আসন্ন জাতীয় সম্মেলন প্রস্তুতি সম্পর্কে প্রধান অতিথি তার বক্তব্যে নির্দেশনা প্রদান করেন। সভাপতির বক্তব্যে মো. আশিকুর রহমান দেশের তরুণদের আরো বেশী সামাজিক কর্মকান্ডে নিজেদের যুক্ত রেখে বিওয়াইসিএফ চট্টগ্রাম জেলার কর্মসূচি প্রণয়নের কথা ব্যক্ত করেন। উপস্থিত ছিলেন খোরশেদ আলম, আনিছুর রহমান, মুহাম্মদ আমির হোসেন, মো. মাসুদ রানা রহিম, রিয়াদুল ইসলাম, সৈয়দ জিলানী অপূর্ব, আনোয়ার হোসেন সবুজ, মো. হারুন উর রশীদ, মো. শামসুল আলম, মো. নূর হোসেন চৌধুরী, তারেক বিন ওমর, আবদুল আজিজ, নিবিড় মাহমুদ, আহম্দ উল্লাহ, সৌহার্দ্য বড়ুয়া, আরহাম আবদুল্লাহ, জোবায়ুল হক ইনান, মিশন সাহা, মাসুম জামশেদ, আবু বক্কর সিদ্দিক, মো. রায়হান, মো. রাকিবুল ইসলাম চৌধুরী, আন্তরা রামিসা, মোহাম্মদ মঈন উদ্দীন, অ্যাড. আলী আকবর, অ্যাড. মুহাম্মদ মামুনুর রশীদ,মো. আকিব হোসেন, নয়ন চৌধুরী, খোরশেদ আলম, আসমাউল হোসনা মুক্তি, রিজা খান, সঞ্জয় তালুকদার, মঈদ উদ্দীন,মো. ওমর ফারুক, সৈয়দ আসাদুজ্জামান আমিরী তানিম, আবদুল খালেক, মো. ওমর ফারুক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাক্তন ক্যাডেটবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।