বাংলাদেশ আন্তঃজিলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের এক সভা গত ২০ ডিসেম্বর দারুল ফজল মার্কেট ইউনিয়ন কার্যালয়ে ইউনিয়নের কার্যকরী সভাপতি আজম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আন্তঃজিলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমাম শরীফ চৌধুরী মাইজভান্ডারী। ইউনিয়নের সভাপতি হাজী একরামুল হকের মৃত্যুতে দপ্তর সম্পাদক মো. আবুল কাশেমকে সভাপতি এবং মো. মনসুর আলমকে দপ্তর সম্পাদক করে কমিটি গঠন করা হয়।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আন্তঃজিলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা সভাপতি মৃণাল চৌধুরী, নবনির্বাচিত সভাপতি মো. আবুল কাশেম, সহ-সভাপতি শহীদুল্লাহ, যুগ্ম সম্পাদক ইব্রাহিম খলিল, সহ-সম্পাদক মো. মুসলিম (ইসলাম), অর্থ সম্পাদক ছাইদুল হক মাস্টার, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী, মো. সিরাজ, নূরুল আলম প্রমুখ।
সভায় ইউনিয়নের ৭ জন মৃত এবং গুরুতর অসুস্থ সদস্য শ্রমিক পরিবারকে ৪ লক্ষ ৭০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











