ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্র এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)’র যৌথ উদ্যোগে গত মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রের শহীদ প্রকৌশলী শামসুজ্জামান ও শহীদ প্রকৌশলী নূর হোসেন মিলনায়তনে ‘আর্থকুইক রিস্ক ইন বাংলাদেশ : ইম্প্যাক্ট অন ন্যাশনাল ইকোনমি’ (বাংলাদেশে ভূমিকম্প ঝুঁকি : জাতীয় অর্থনীতিতে এর প্রভাব) শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলমের সভাপতিত্বে এবং কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী খান মো. আমিনুর রহমানের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোজাম্মেল হক, মূল প্রবন্ধ উপস্থাপন করেন চুয়েটের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম, সাংবাদিক জাহেদুল করিম কচি, প্রকৌশলী সেলিম মো. জানে আলম, প্রকৌশলী মোমিনুল হক।
সেমিনারে মূল প্রবন্ধকার অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট প্রভাব বাংলাদেশকে প্রভাবিত করেছে, বিগত ৫০ বছরে বাংলাদেশে বড় ধরনের কোনো ভূমিকম্প হয়নি, কিন্তু এজন্য আমরা আর অবহেলা করতে পারি না। বর্তমানে চট্টগ্রামে অসংখ্য ভবন ঝুঁকির মধ্যে রয়েছে। ঝুঁকির দিক বিবেচনা করে লাল, হলুদ ও সবুজ চিন্তিত করে ঝুঁকিপূর্ণ ভবন সমূহকে রেট্রোফিটিংয়ের ব্যবস্থা করতে হবে। ব্যাপক ক্ষতি এড়ানো জন্য লাল চিন্তিত ভবন ভেঙে ফেলতে হবে। স্কুল–কলেজ, হাসপাতাল, চট্টগ্রাম বন্দর ও এয়ারপোর্টসহ গুরুত্বপূর্ণ ভবনসমূহ ভূমিকম্প মোকাবেলা সক্ষম করে গড়ে তুলতে হবে। ব্যক্তি মালিকানাধীন ভবনসমূহ রেট্রোফিটিংয়ের ক্ষেত্রে ০% হারে ঋণ দিতে হবে। বাংলাদেশ–মায়ানমার বর্ডার, বাংলাদেশ–ভারত বর্ডার এবং ভারত–মায়ানমার বর্ডারের প্লেট বাউন্ডারি হতে বড় ধরনের ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে। আমাদের সতর্কতার সাথে ঝুঁকি বিশ্লেষণ করে ব্যবস্থা নিতে হবে। ফায়ার সার্ভিসের সক্ষমতা অনেক বৃদ্ধি করতে হবে। প্রধান অতিথি অধ্যাপক ড. প্রকৌশলী মোজাম্মেল হক বলেন, বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি জাতীয় অর্থনীতির ওপর ব্যাপক প্রভাব পড়বে। তাই দেশের অর্থনীতি রক্ষার্থে ভূমিকম্পের হাত থেকে বাঁচার লক্ষ্যে আমাদের করণীয় বিষয়সমূহ যথাযথভাবে পালন করা নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে। সভাপতির বক্তব্যে কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম বলেন, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে ভূমিকম্পের সতর্কতা ও করণীয় শীর্ষক সেমিনারটি খুবই অর্থবহ।
তিনি বলেন, ভূমিকম্প রোধ করা আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু ভূমিকম্পের প্রভাব থেকে জানমাল রক্ষা করার উপায় হিসেবে প্রত্যেকেই যার যার অবস্থান থেকে সচেতন হতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।












