চট্টগ্রাম বন্দরের নতুন ট্যারিফ কার্যকরের ঘোষণার প্রেক্ষিতে বিশ্ববিখ্যাত কন্টেনার পরিবহন সংস্থা সিএমএ সিজিএম বাংলাদেশে আমদানি ও রপ্তানি পণ্য পরিবহনের ওপর সারচার্জ আরোপের ঘোষণা দিয়েছে। ফ্রান্সভিত্তিক শিপিং কোম্পানিটি ইমার্জেন্সি কস্ট রিকভারি সারচার্জ নামে নতুন এই অতিরিক্ত চার্জ আরোপ করেছে। আগামী ১৫ অক্টোবর থেকে চট্টগ্রাম বন্দরের বর্ধিত নতুন ট্যারিফ কার্যকর হচ্ছে। সিএমএ সিজিএম ২৬ অক্টোবর থেকে সারচার্জ আরোপের ঘোষণা দিয়েছে।
এ সংক্রান্ত একটি চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ট্যারিফ সংশোধনের ফলে স্থানীয় অপারেশনাল খরচ বৃদ্ধি পাবে। আগামী ১৫ অক্টোবর থেকে নতুন ট্যারিফ কাঠামো কার্যকর হবে। এরই প্রেক্ষিতে সিএমএ সিজিএম এই সারচার্জ আরোপ করছে। নতুন সারচার্জ ২৬ অক্টোবর থেকে কার্যকর হবে; যা চট্টগ্রাম বন্দরে জাহাজের বার্থিং তারিখ অনুযায়ী গণনা করা হবে। এই সারচার্জ বাংলাদেশের অভ্যন্তরে সকল আমদানি ও রপ্তানি চালানে প্রযোজ্য হবে এবং এটি চট্টগ্রাম বন্দরে অথবা দেশের অন্য যে–কোনো স্থানে স্থানীয়ভাবে পরিশোধযোগ্য, চালানের শর্ত বা চুক্তি যা–ই হোক না কেন সারচার্জ পরিশোধ করতে হবে।
সিএমএ সিজিএম জানায়, স্থানীয় খরচ বৃদ্ধির প্রভাব প্রশমনে এটি একটি সাময়িক পদক্ষেপ, যা বাংলাদেশের আমদানি–রপ্তানি কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা করবে। কোম্পানির ওয়েবসাইটে দেয়া ঘোষণায় কন্টেনারভেদে আমদানি–রপ্তানিতে এ সারচার্জ আরোপ করা হয়। প্রতিটি কন্টেনারের বিপরীতে ৪৫ ডলার থেকে ৩০৫ ডলার পর্যন্ত (বাংলাদেশি মুদ্রায় ৫৫২০ টাকা থেকে ৩৭৪১৪ টাকা) মাশুল আদায় করা হবে।
কোম্পানির ঘোষণা অনুযায়ী, ২০ ফুটি কন্টেনারের জন্য ৪৫ ডলার, ৪০ ফুটি কন্টেনারের জন্য ৭০ ডলার, ৪০ ফুটি হাইকিউব কন্টেনারের জন্য ১০৫ ডলার, ৪৫ ফুটি হাইকিউব কন্টেনারের জন্য ১৪৫ ডলার, ২০ ফুটি রিফার কন্টেনারের জন্য ৪০ ডলার, ৪০ ফুটি রিফার কন্টেনারের জন্য ৬০ ডলার এবং ৪০ ফুটি হাইকিউব কন্টেনারের জন্য ১১০ ডলার, ২০ ফুটি ওওজি (আউট অফ গেস) কন্টেনারের জন্য ১১০ ডলার, ৪০ ফুটি কন্টেনারের জন্য ১৬৫ ডলার এবং ৪০ ফুটি হাইকিউব কন্টেনারের জন্য ২৪৫ ডলার সারচার্জ আরোপ করা হয়েছে। এছাড়া বিপজ্জনক পণ্য বোঝাই (হ্যাজার্ডাস) ২০ ফুটি কন্টেনারের জন্য ১৪০ ডলার, ৪০ ফুটি কন্টেনারের জন্য ২১৫ ডলার এবং ৪০ ফুটি হাইকিউব কন্টেনারের জন্য ৩০৫ ডলার সারচার্জ আরোপের ঘোষণা দেয়া হয়েছে।
বন্দর কর্তৃপক্ষ যে মাশুল বাড়িয়েছে তার একটা অংশ দিচ্ছে শিপিং কোম্পানিগুলো। শিপিং কোম্পানিগুলো এই মাশুল দিলেও দিন শেষে তারা আমদানি–রপ্তানিকারক থেকে বাড়তি ট্যারিফ আদায় করবে। ফ্রান্সের কোম্পানিটি আমদানিকারক–রপ্তানিকারক থেকে আদায় করার ঘোষণা দিল।
গত ১৪ সেপ্টেম্বর বন্দর কর্তৃপক্ষ নতুন ট্যারিফের প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, আগের তুলনায় গড়ে ৪১ শতাংশ হারে ট্যারিফ বাড়বে। বন্দরের সেবা নেয়ার জন্য এই মাশুল দিতে হবে ব্যবহারকারীদের। ১৪ অক্টোবর রাত ১২টার পর থেকে এই ট্যারিফ কার্যকর হওয়ার কথা রয়েছে।
ট্যারিফ সংশোধনের ফলে বন্দরে জাহাজ নোঙর, কন্টেনার হ্যান্ডলিং ও সংশ্লিষ্ট সেবার খরচ বেড়েছে। এর প্রভাবে সিএমএ সিজিএম অতিরিক্ত ব্যয় মেটাতে নতুন সারচার্জ আরোপ করছে। এই সারচার্জ বা বর্ধিত ট্যারিফের ধকল দেশের সাধারণ ভোক্তাদের সামাল দিতে হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।