বাংলাদেশে না আসার সিদ্ধান্তে সমালোচিত হোল্ডার-পোলার্ডরা

স্পোর্টস ডেস্ক | শনিবার , ৯ জানুয়ারি, ২০২১ at ৫:৫৭ পূর্বাহ্ণ

টেস্ট এবং ওয়ানডে সিরিজ খেলতে প্রায় এক মাসের সফরে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সিরিজের আগ মুহূর্তে করোনাভীত্থির কথা বলে সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন হোল্ডার, পোলার্ডসহ দলটির দশ ক্রিকেটার। বিষয়টি একদমই মানতে পারছেন না ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ড্যারেন গঙ্গা। সিরিজ নিশ্চিত করার আগে বাংলাদেশ সফর করেছে ওয়েস্ট ইন্ডিজের পর্যবেক্ষক দল। মেডিকেল পর্যবেক্ষকও ছিলেন দলে। তারা বাংলাদেশকে ্তুনিরাপদ্থ বলার পরই সিরিজ চূড়ান্ত করেছে ক্যারিবিয়ান বোর্ড। তবুও কেন বোর্ডের সিদ্ধান্তে আস্থা রাখা গেল না প্রশ্ন তুলেছেন গঙ্গা। ক্রিকেটারদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। স্থানীয় গণমাধ্যমকে ড্যারেন গঙ্গা বলেন, প্রত্যেকেরই নিজের অবস্থা নিয়ে ভাবার অধিকার আছে। কিন্তু তারপরও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রতি কিছুটা দায়বদ্ধতা তো থাকা উচিত। আমার মনে হয়, সেটা অনেক খেলোয়াড়ের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি না। আমি সেদিকেই আঙুল তুলতে চাচ্ছি। তিনি বলেন, খেলোয়াড়দের দেশের ক্রিকেটের প্রতি আরও বেশি দায়বদ্ধ হওয়া উচিত। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ একটি পর্যবেক্ষক দল পাঠিয়েছিল বাংলাদেশে এবং ডা. অক্ষয় মানসিংয়ের অধীনে মেডিকেল প্যানেল কিন্তু আন্তর্জাতিক সফরের জন্য বাংলাদেশের পরিবেশকে নিরাপদ বলেছেন।
আপনার অঞ্চলে যে প্রতিষ্ঠানটি ক্রিকেট পরিচালনা করে তাদের ওপর তো বিশ্বাস রাখতে হবে। করোনা আতংকে ওয়েস্ট ইন্ডিজের যে কয়জন তারকা ক্রিকেটার বাংলাদেশ সফরে আসছেন না তারা হলেন নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডার, অভিজ্ঞ অলরাউন্ডার কাইরন পোলার্ড।

পূর্ববর্তী নিবন্ধঈছা দুলাল ও দেলোয়ার স্মৃতি টি-১০ ক্রিকেটের ফাইনালে আগ্রাবাদ ওয়ারিয়র্স
পরবর্তী নিবন্ধকরোনা ভাইরাসে বাংলাদেশ সফর শেষ শেফার্ডের