জাতিসংঘ বাংলাদেশে শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রত্যাশা করে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের উপ–মুখপাত্র ফারহান হক। গত সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। খবর বাংলানিউজের।
রোহিঙ্গা প্রসঙ্গে তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থীদের প্রতি বাংলাদেশের উদারতা জাতিসংঘ প্রকৃতপক্ষে প্রশংসা করে। আমরা আশা করি এটি অব্যাহত থাকবে। অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, মানবাধিকার কাউন্সিলের সদস্যপদ নিয়ে মন্তব্য করা আমার কাজ নয়, এটা সদস্য দেশগুলোর সিদ্ধান্তের বিষয়।