মুক্তির আগেই রেকর্ড গড়ে ফেলেছে ওয়াল্ট ডিজনি পিকচার্সের নতুন সিনেমা ‘দ্য লিটল মারমেইড’। গেল মার্চে এর ট্রেলার প্রকাশের পর রীতিমতো হুমড়ি খেয়ে পড়েছে দর্শক। ২৪ ঘণ্টার মধ্যে অর্থাৎ একদিনে বিশ্বব্যাপী ১০৮ মিলিয়ন ভিউয়ের রেকর্ড গড়েছে ট্রেলারটি। যা বর্তমানে একটি বিরল উদাহরণ হিসেবে মনে করা হচ্ছে। ট্রেলারেই যখন এমন তোলপাড় তখন সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। অগ্রীম টিকেটের জন্য ইতোমধ্যেই হৈ চৈ শুরু হয়ে গেছে। সিনেমা মুক্তির দিন যত ঘনিয়ে আসছে ততোই চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের সিনেমা হলগুলোর ওয়েবসাইটে। আজ শুক্রবার আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। বাংলাদেশের দর্শকদের জন্যও আনন্দের সংবাদ এই কারণে যে একই দিনে মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে বহুল আলোচিত এই সিনেমা। খবর বাংলানিউজের।
‘দ্য লিটল মারমেইড’ রিমেক–এ কে হবেন প্রিন্সেস অ্যারিয়েল তা নিয়ে চলছিল জল্পনা–কল্পনা। শেষ পর্যন্ত জানা গেল, ‘দ্য লিটল মারমেইড’–এ অভিনয় করবেন ছোট পর্দার জনপ্রিয় তারকা হ্যালি বেইলি। সিনেমাটিতে কণ্ঠশিল্পী হিসেবে দেখা যাবে তাকে। ছোট হ্যালি বড় চরিত্র পাওয়ায় খুশি হয়েছেন বন্ডগার্ল হ্যালি বেরি। হ্যালিকে অভিনন্দনও জানিয়েছেন তিনি। হ্যালি বেইলিকে উদ্দেশ্য করে টুইটারে হ্যালি বেরি লেখেন, ‘মনে করিয়ে দিই…হ্যালিরাই জিতছে। অভিনন্দন তোমাকে। এবার বড় পর্দায় কী করো, তা দেখার জন্য অপেক্ষা করছি। হ্যালি বেইলির পাশাপাশি সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন জ্যাভিয়ের বারডেম, অ্যাকওয়াফিনা, জ্যাকব ট্রেম্বলে এবং জোনাহ হাউরকিং।